বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ মৌলিক অধিকার হারিয়েছে। তিনি বলেন, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলো পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করাই হবে বিএনপির লক্ষ্য।সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, "২৪ জুলাই ঢাকার রাজপথে তরুণ, যুবক, নারী-শিশুরা নিজেদের অধিকার ফেরাতে জীবন দিয়েছে। ঠাকুরগাঁওতেও গত ১৫ বছরে বিএনপির ১২ নেতা-কর্মী শহীদ হয়েছেন। কেবল জুলাই মাসেই প্রাণ দিয়েছেন চারজন।"তিনি অভিযোগ করেন, এ জেলায় আওয়ামী লীগ ৭৫টি মামলা দিয়ে প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে হয়রানি করেছে। অনেককে পালিয়ে থাকতে হয়েছে, কেউ ক্ষেতখামারে লুকিয়ে থেকেছেন, আবার কেউ কারাভোগ করেছেন।বিএনপি মহাসচিব বলেন,...