প্রবীণ বামপন্থী রাজনীতিক, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্টজনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে শ্রদ্ধা জানানোর আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল। তিনি এই সংগঠনের সভাপতি ছিলেন। শুরুতেই বদরুদ্দীন উমরকে শ্রদ্ধা জানিয়ে বিপ্লবী গান গেয়ে শোনান কমিউনিস্ট আন্তর্জাতিক গিল্টের সদস্যরা। পরে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধারা। বদরুদ্দীন উমরকে শ্রদ্ধা জানাতে আসেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিশু ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার), সংস্কৃতিবিষয়ক...