একটি হাসি বদলে দিতে পারে কারও মন। আর যদি সেই হাসির মালিক হন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি, তাহলে তো কথাই নেই। টেলিভিশনের পর্দা হোক কিংবা সামাজিক মাধ্যম সর্বত্রই তার উপস্থিতি চোখ টানে, মন জয়ে বাধ্য করে। মিষ্টি, প্রাণবন্ত কিংবা রহস্যময়, যেকোনো রূপেই অনায়াসে মোহিত করেন দর্শক ও অনুরাগীদের। ছবি: ফেসবুক থেকে ২০১৫ সালে অভিনয়ে পা রাখা এই প্রতিভাবান অভিনেত্রী এখন বাংলা নাটকের পরিচিত ও পছন্দের মুখ। ছোটপর্দায় তার সফর শুরু হয়েছিল সাদামাটা চরিত্র দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি। কেবল অভিনয় নয়, ফ্যাশন সেন্স, ক্যামেরার সামনে আত্মপ্রকাশ এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে তানিয়া আজ নিজেই এক স্টাইল আইকন। ইনস্টাগ্রাম খুললেই বোঝা যায়, পর্দার বাইরে আরেকটি জীবন্ত, সাহসী এবং আত্মবিশ্বাসী তানিয়া বৃষ্টি বাস করেন। কখনো ট্র্যাডিশনাল শাড়িতে স্নিগ্ধ...