বিরোধীদের সরাসরি হত্যা করতেন শেখ মুজিবুর রহমান আর হাসিনা শুধু হত্যা নয় নির্যাতনও করতেন, জবানবন্দিতে এমনটি বলেছেন সদ্যপ্রয়াত লেখক, গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে ৬ পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয়। তিনি মারা যাওয়ার পর সেটি প্রকাশ করা হয়। জবানবন্দিতে বদরউদ্দীন উমর বলেন, ‘শুধু নির্বাচনের কারচুপিই নয়, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা। কোনও রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে, সে জন্যও নির্যাতন করা হয়েছে। প্রচুর মানুষকে গ্রেফতার করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে। আয়না ঘর নামে টর্চারসেল তৈরি করা হয়েছে—যেটা শেখ মুজিবের আমলেও ছিল...