হাজার হাজার ফিলিস্তিনি বন্দিকে ন্যূনতম পরিমাণ খাবারও দিচ্ছে না ইসরাইল সরকার। ইচ্ছাকৃতভাবেই তাদের খাদ্য থেকে বঞ্চিত রাখা হচ্ছে বলে এক রায়ে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।দুটি ইসরাইলি অধিকার গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করে তিন বিচারকের প্যানেল। রায়ে বলা হয়, বন্দিদের বেঁচে থাকার জন্য তিনবেলা খাবার সরবরাহ করা ইসরাইল সরকারের আইনি দায়িত্ব। সেই বাধ্যবাধকতা পুরণে ইসরাইল সরকারের প্রতি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।অধিকার গোষ্ঠী অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরাইল (এসিআরআই) এবং গিশা গত বছর আদালতে মামলা দায়ের করে। তারা অভিযোগ করেন, ইসরাইলি কারাগারে বন্দিদের খাবারের ওপর সরকারের ইচ্ছাকৃত নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনিরা অপুষ্টি এবং অনাহারে ভুগছে।রায়ে বলা হয়, ‘আমরা এখানে আরামদায়ক জীবনযাপন বা বিলাসিতা সম্পর্কে কথা বলছি না, বরং আইন...