০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। দীর্ঘদিনের গবেষণার পর অবশেষে সফলভাবে তৈরি হলো ক্যান্সারের টিকা (ভ্যাকসিন)। রাশিয়ার বিজ্ঞানীরা ‘এন্টারোমিক্স’ নামে এই ভ্যাকসিনটির প্রাথমিক (প্রি-ক্লিনিক্যাল) পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন। এখন এটি মানুষের ওপর ব্যবহারের জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা। সম্প্রতি ইস্টার্ন ইকোনমিক ফোরামে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, অত্যাধুনিক mRNA প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভ্যাকসিনটি ক্যানসার চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। উল্লেখ্য, একই প্রযুক্তি ব্যবহার করে কোভিড-১৯-এর টিকাও তৈরি হয়েছিল, যা পরে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। এই ভ্যাকসিনের কাজ করার পদ্ধতিও তুলনামূলক ভিন্ন। এটি শরীরে কোনো দুর্বল ভাইরাস প্রবেশ করায় না, বরং মানব...