অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতৃত্বে নিজের ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সামনে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। সংবাদমাধ্যমটির দিল্লি প্রতিবেদক শুভজ্যোতি ঘোষের রিপোর্টে বলা হয়, ভারতের কংগ্রেস যেভাবে গান্ধী পরিবারের প্রজন্ম রাহুল ও প্রিয়াঙ্কাকে নেতৃত্বে নিয়ে এসেছে, শেখ হাসিনা তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরণের মডেল প্রয়োগ করতে চাইছেন। আশির দশকের শুরু থেকে টানা ৪৪ বছর আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনা বর্তমানে দিল্লির একটি ‘সেইফ হাউসে’ কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। জুলাইয়ের অভ্যুত্থানের পর শতাধিক মানুষ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। একইসঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিবিসি বাংলা জানিয়েছে, দিল্লিতে...