দুই বছর পর ‘আকা’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে ফিরেছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনায় সাইকো থ্রিলার গল্পে নির্মিত হইচই-তে মুক্তি পাওয়া এই সিরিজটিতে মজেছে দর্শক। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সিরিজটি দেখে ইতবাচক রিভিউ চোখে পড়ছে। অধিকাংশ দর্শকরাই, ‘আকা’র দ্বিতীয় সিজন দেখতে চান বলে মন্তব্য করছেন। সিরিজটি আইএমডিবি রেটিং ৭.৭। ক্র্যাকডফ্লিক্স নামে একটি পেইজ থেকে ১০-এ ৮ রিভিউ দিয়ে বলা হচ্ছে, প্রায় তিন ঘণ্টার ডিউরেশন থাকায় পুরো সিরিজটির মধ্যে সিনেম্যাটিক ফিল পাওয়া যায়। চাইলে এটিকে সহজেই একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবেও দাঁড় করানো যেত। মোবাশ্বিরা ইসলাম লিখেছেন, এতো ভালো লাগবে দেখার আগে বুঝিনি। অনেকদিন পর অভিনেতা নিশোকে খুঁজে পেলাম। অসাধারণ সিরিজ। সিজন ২-এর অপেক্ষায় থাকলাম। ডাক্তার তানভীর আহমেদ লিখেছেন,“নিশোর পাশাপাশি আজিজুল হাকিম অসাধারণ পারফর্ম করেছেন। চাচা-ভাতিজার কেমিস্ট্রি অন্যরকম ভালো লেগেছে।” তরিকুল ইসলাম...