নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ফারুক বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি ও এর সহযোগী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। তারেক রহমানকে স্মার্ট বাংলাদেশের রূপকার আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণ সমাজের দুর্দান্ত সাহস ও নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় ডাকসু নির্বাচনে ছাত্রদল অগ্নিপরীক্ষায় অংশ নেবে। বিএনপির এই নেতা বলেন, আমি সব ছাত্র-ছাত্রীকে আহ্বান জানাই জাতীয়তাবাদী শক্তিতে...