০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম ঝিনাইদহের কালিগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠনের অবহিতকরন, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহ খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টিচন্দ্র রায়,কৃষি সম্প্রসারন অফিসার আক্তারুজ্জামান মিয়া,অতিরিক্ত উপ-পরিচালক আনিচুজ্জামান খান,উপ-সহকারি কৃষি অফিসার বিল্লাল হোসাইন,কাষ্টভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহ আরো অনেকে। প্রধান অতিথি কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায় বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে কৃষির উন্নয়ন ঘটানো হবে। এতে করে কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়ন হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে দেশ আরো সমৃদ্ধ হবে। প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি পাবে।...