বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানির সহজ পথ দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে। ভারতের একের পর এক বিধিনিষেধ এখন কার্যত বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সর্বশেষ ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে চার ধরনের পাটজাত পণ্য আর কোনো স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না। এসব পণ্য এখন কেবল মুম্বাইয়ের নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে রপ্তানি করতে হবে। এর আগে গত ২৭ জুন ভারত কাঁচা পাট, সুতা, রোল এবং বিশেষ ধরনের কাপড় স্থলপথে রপ্তানি নিষিদ্ধ করে। তারও আগে ১৭ মে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, কাঠের আসবাব, প্লাস্টিক, ফল, পানীয়সহ বেশকিছু পণ্যের ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এমনকি গত ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর হয়ে বাংলাদেশি পণ্যের রপ্তানির সুবিধাও...