ভারতের পশ্চিমবঙ্গের এক নারী টুম্পা দাস। ২০১৪ সালে মাত্র ১৯ বছর বয়স থেকে মৃতদেহ সৎকার করার কাজ শুরু করেন। এরপরে চারপাশের মানুষগুলোকে বদলে যেতে দেখেন তিনি। মৃতদেহ সৎকার করার মতো পেশায় থাকার জন্য টুম্পার হাতের পানিও অনেকে পান করতে চাননি এমনকি চলতি পথে তাকে দেখলে অনেকে উল্টো পথে যেতে শুরু করতেন। কিন্তু নিজের পেশা ছাড়েননি টুম্পা। টুম্পা দাসের বাবা মৃতদেহ সৎকারের কাজ করতেন। মেয়েকে শ্মশানে আনতে চাইতেন না। টুম্পা দাস লুকিয়ে একদিন মৃতদেহ সৎকার করা দেখেন এবং ভয় পেয়ে যান। ধীরে ধীরে বুঝতে শেখে আর ভয় কাটিয়ে ওঠেন।আরো পড়ুন:গঙ্গার পানিচুক্তি নিয়ে মঙ্গলবার আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারতসেরা অভিনেতা আল্লু, অভিনেত্রী রাশমিকা গঙ্গার পানিচুক্তি নিয়ে মঙ্গলবার আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারত শান্ত চেহারার এক নারী টুম্পা। কিন্তু তার সাহসের অভাব নেই।...