মোংলা-রামপাল সংসদীয় আসন বাগেরহাটের-৩ সহ জেলার চারটি আসন পুর্ন বহালের দাবীতে প্রথম দিনের মোংলা বন্দর জুড়ে চলছে হরতাল। পুর্ব ঘোষনা অনুযায়ী চার দিনের কর্মসুচির মধ্যে আজ সোমবার সকাল ০৮ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে নদী পারাপার, ইপিজেড, মোংলা বন্দরসহ সকল শিল্প প্রতিষ্ঠান, সরকারী-সেরকারী অফিসসহ সকল কার্যক্রম বন্ধ ও সড়ক অবরোধসহ এক টানা এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলে জানায় সর্ব দলীয় সম্মিলিত কিমিটির নেতৃবৃন্দরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যাক্রমে এ কর্মসুচি চলমান থাকবে। কর্মসূচির প্রথম দিনে (সোমবার) সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার বিক্ষোভ ও বুধ ও বৃহস্পতিবার এক টানা ৪৮ ঘন্টা আবারও হরতাল পালন করার ঘোষনা দিয়েছে সর্ব দলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দরা। আজ সোমবার সকাল ৬টা থেকেই মোংলার সকল দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছে ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যায় মোংলা-ঘষিয়াখালী নৌ-ক্যানেল দিয়ে সকল...