জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শামীম আহমেদ খান।বক্তারা বলেন, বর্তমান সরকার সাক্ষরতার হার বৃদ্ধি ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।নিউজজি/নাসি বক্তারা বলেন, বর্তমান সরকার সাক্ষরতার...