নেপাল সরকারের বিরুদ্ধে জেনারেশন জেড-দের (জেন-জি) বিক্ষোভ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রাস্তায় নেমে এসেছে। সোমবার সকাল ৯টা থেকে কাঠমান্ডুর মৈতিঘরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে প্রতিবাদ জানায়।তাদের এই প্রতিবাদ সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তসহ নানা কারণে। কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ‘হামি নেপাল’ নেমে একটি সংগঠন এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর জন্য অবশ্য তারা আগেই অনুমতি নেয়। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুং জানান, সরকারের পদক্ষেপ ও দুর্নীতির প্রতিবাদেই এই কর্মসূচি এবং একই ধরনের আন্দোলন সারা দেশেই চলছে। আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভের রুট ও নিরাপত্তা নির্দেশনা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই হাতে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।সবশেষ বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে, গেট টপকে পার্লামেন্টে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...