রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও থেমে যান তিনি। ক্লাসরুম থেকে শুরু করে সংগঠন— সবখানেই দায়িত্বশীলভাবে ছিলেন উপস্থিত। এবার সেই নাঈম দাঁড়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিবেশ ও সমাজকল্যাণ সহসম্পাদক পদে।এ পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে এক নাম- নাঈম হোসেন। কারণ তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি সাহস, আত্মবিশ্বাস আর ইতিবাচক বার্তার প্রতীক।বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নাঈম যুক্ত আছেন বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ, পরিবেশ-সংরক্ষণমূলক কার্যক্রম কিংবা অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো— সবকিছুর সঙ্গেই তার গভীর সম্পৃক্ততা। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি; বরং এগিয়ে চলার শক্তি দিয়েছে।নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম হোসেন বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে...