চলতি মাসের শুরু থেকে ভারত সরকার ‘অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫’ কার্যকর করেছে। আইনে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের কোনো সংখ্যালঘু ‘ধর্মীয় নিপীড়নের’ শিকার হয়ে অথবা ‘ধর্মীয় নিপীড়নের’ আশঙ্কায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে নতুন চালু হওয়া আইনে ছাড় দেবে ভারত। দেশটির এ আইনের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।রোববার (০৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতিত্রয় অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ প্রতিক্রিয়া জানান।এর আগে, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী ৩টি প্রতিবেশী দেশের যেসব সংখ্যালঘু ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার দাবি করে বা অভিযোগ তুলে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে আশ্রয় নেওয়ার সময়সীমা ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেই সময়সীমা ১০ বছর...