জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট দায়ের করেছেন অমর্ত্য রায় জন নামে এক শিক্ষার্থী। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথাের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার শুনানি হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী মানজুর আল মতিন। এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি প্রার্থিতা ফিরাতে রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মারজুর আল মতিন এ রিট আবেদন দায়ের করেন। এর আগে, গত শনিবার (৬ সেপ্টেম্বর) সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত...