এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত সুমাইয়া আরফিন (২৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের মেয়ে। একইসঙ্গে তার মা তাহমিনা বেগমেরও (৪৫) মরদেহ উদ্ধার করা হয়। দুই জনের শরীরে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা করা হতে পারে। বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিজ বাসায় হত্যার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষণিক শিক্ষার্থীরা নগরীর পূবালী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে পূবালী চত্বরে মানববন্ধনে জড়ো হন।...