লালন সাঁইয়ের গানে নিজেকে বিলিয়ে দেওয়া শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসায় সরকারকে পাশে চাইছেন তার বড় ছেলে ইমাম নিমেরী। তার চাওয়া, রোগব্যাধিতে নিরন্তর ধুঁকতে থাকা ফরিদা পারভীনকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে সরকার যেন উদ্যোগী হয়। ৭১ বছর বয়সী ফরিদা পারভীনের অসুস্থতা দীর্ঘদিনের। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতা রয়েছে তার। কিডনি ডায়ালাইসিস চলছে নিয়মিত।। এর আগে টানা দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে গেল ২১ জুলাই বাসায় ফিরেছিলেন ফরিদা পারভীন। চিকিৎসকের বেঁধে দেওয়া নিয়মের বেড়াজালেই দিন কাটছিল তার। এর মধ্যে খবর আসে গেল ২ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই শিল্পী। তবে শিল্পীর এবারের অবস্থা ‘গুরুতর’ বলছেন চিকিৎসকরা। তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ইমাম নিমেরী গ্লিটজকে বলেছেন, পরিবারের...