ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করা আবু আলম শহীদ খানকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান এ আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউশনে এসআই জিন্নাত আলী জানিয়েছেন। আবু আলম শহীদ খানকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের হাজতখানায় এনে রাখা হয়েছে। শুনানিকালে তাকে আদালতে তোলা হতে পারে। রোববার রাতে শহীদ খানকে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়। গত ২৮ অগাস্ট ডিআরইউতে মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে হামলার পর সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ...