তারা বলেন, আমাদের ট্রাফিক বিভাগে জনবল সংকট রয়েছে। জনবল সংকটের কারনে হিমসিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। তারা বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মেয়রের দায়িত্ব পালন করছেন পৌর প্রশাসক। পৌরসভার দায়িত্ব পালনে অনিহার কারনে ব্যবসায়িরা তাদের দোকানকে বানিয়েছেন গোডাউন আর রাস্তা ও ফুটপাতকে বানিয়েছেন মালামাল রাখার স্হান। আয়তনে ছোট এ শহরে এমনিতেই রাস্তা সরু। এরপরেও ফুটপাত ও রাস্তার কিছু অংশ দখল করে ব্যবসায়িরা তাদের ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছেন।ফলে যানযট নিরসন হচ্ছে না। রোদ বৃষ্টিতে দায়িত্ব পালন করতে এবং বিরতি হীন ভাবে হর্ণের শব্দে শরীর ও কানের অবস্থা ভালো না। তারা বলেন, প্রায় ১৫/১৬ ঘন্টা ডিউটি শেষে বাড়ি গেলেও মনে হয় ডিউটির মধ্যেই আছি। সারাক্ষণ কানে কিসের যেন আওয়াজ করে। বাড়িতে ও মেজাজ থাকে খিটখিটে। Your email address will not be published.Required...