০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম জাপানের রাজপরিবারে চার দশক পর নতুন ইতিহাস তৈরি হলো। যুবরাজ হিসাহিতো প্রাপ্তবয়স্ক হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে তিনি রাজপরিবারের এমন এক সদস্যে পরিণত হলেন, যিনি ভবিষ্যতে দেশটির রাজতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতার মাধ্যমে যুবরাজ হিসাহিতো ১৯ বছর বয়সে প্রাপ্তবয়স্কের মর্যাদা লাভ করেন। তিনি সম্রাট নারুহিতোর ভাতিজা এবং জাপানের ক্রিস্যানথিমাম সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। চার দশক পর প্রথমবারের মতো কোনো যুবরাজ প্রাপ্তবয়স্ক হওয়ায় জাপানের পুরুষকেন্দ্রিক উত্তরাধিকার আইন সংস্কারের প্রশ্ন আবারও জোরালোভাবে উঠে এসেছে। আনুষ্ঠানিকতা শুরু হয় রাজপরিবারের বাসভবনে, যেখানে সম্রাটের দূতের কাছ থেকে যুবরাজ ঐতিহ্যবাহী কানমুরি মুকুট গ্রহণ করেন।...