জাতীয় দলের ক্রিকেটার স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন নোটিজেনরা। এবার বাবাকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য জানালেন নাসুমের বোন সাবিনা আক্তার শাম্মী। তিনি দাবি করেন, নাসুমকে খারাপভাবে উপস্থাপন করার জন্যই এমন করছে তার বাবা আক্কাস আলী।দেশের জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে নাসুম ইস্যুতে কথা বলেন শাম্মী। সেখানে জানান, মা মারা যাওয়ার পর নাসুম ও তার স্ত্রীই পাশে ছিলেন তার। নাসুমের বোন দাবি করেন, মা মারা যাওয়ার পর বিয়ের জন্য পাগল হয়ে যায় তার বাবা।শাম্মী বলেন, ‘আমার ভাইয়া (নাসুম) আমাদের জন্য অনেক কষ্ট করে। মা মারা যাওয়ার পর আমার ভাইয়া মা মারা যাওয়ার কষ্টটাও আমাদের বুঝতে দেয়নি। বাবাই আমাদের ছেড়ে চলে গেছে। আমার মা মারা যাওয়ার কয়েক মাস...