অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্বে দিয়ে দলের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে খবর দিয়েছে বিবিসি বাংলা। এ সংবাদমাধ্যমের দিল্লি প্রতিবেদক শুভজ্যোতি ঘোষ এক প্রতিবেদনে লিখেছেন, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে গান্ধী পরিবারের এ প্রজন্মের দুই প্রতিনিধি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে 'মডেল' অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক সেটাই করতে চাইছেন শেখ হাসিনা। আশির দশকের শুরু থেকে একটানা চুয়াল্লিশ বছর আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে কে বা কারা দলের হাল ধরবেন, সেই উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে কখনোই নিজের ভাবনা তিনি প্রকাশ করেননি। শেখ পরিবারের অন্য কোনো সদস্য বা দলের শীর্ষ পর্যায়ের কোনো...