কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সোয়া ছয়টার দিকে জেলার সমিতিপাড়া সৈকতে ভেসে আসা লাশটি উদ্ধার করা হয়। ওই কলেজছাত্রের নাম জুহায়ের আয়মান (১৭) । তিনি ক্রিকেটার মুশফিকুর রহিমের খালাতো ভাই মো. শরিফুল ইসলামের ছেলে। এর আগে গতকাল রোববার বেলা তিনটার দিকে গোসলে নেমে নিখোঁজ হন আয়মান। তাঁর বাড়ি বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায়। পরে আজ ভোরে স্থানীয় জেলেরা বালুচরে লাশ পড়ে থাকতে দেখে বেসরকারি সি-সেফ লাইফগার্ডের সদস্যদের খবর দেন। এরপর ফায়ার সার্ভিস লাইফগার্ড ও বিচ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। তিনি প্রথম আলোকে বলেন, নিহতের মামা মো. মোজাহিদুর রহিম লাশ শনাক্ত করেছেন।...