হত্যাসহ ৬টি মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস ধরে কারাগারে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল রোববার একাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তাঁর মুক্ত হওয়ার গুজব ছড়ায়। পরে এটিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন আইভীর আইনজীবী, কারা কর্তৃপক্ষ ও রাষ্ট্রপক্ষ। কারামুক্তির বিষয়টিকে গুজব দাবি করে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘আইভীর কোনো মামলায় জামিন হয়নি। তাঁর জামিন আবেদন উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় আছে। তিনি এখনো কারাগারে বন্দী।’ একই তথ্য জানান কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার। আজ সোমবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী কারাগারেই আছেন। তাঁর মুক্তির বিষয়ে কোনো আদেশ আমরা পাইনি।’ চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের...