সোমবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় বুদ্ধিজীবী, সরকারের উপদেষ্টা, রাজনীতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “বদরুদ্দীন উমর অসাধারণ একজন মানুষ; তিনি কখনো আপস করেননি। জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন। “তার গবেষণা আমাদের পথ দেখিয়েছে। তিনি কখনো হতাশাবাদীও ছিলেন না। সবসময় আশার পথ দেখিয়েছেন। তার কাজের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।” ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। পরদিন সকাল ১০টায় তার মরদেহ আনা হয় শহীদ মিনারে; এর আগে থেকেই অনেকে জড়ো হন শহীদ মিনার এলাকায়। পরে সোয়া ১০টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানাতে এসে কবি ও...