বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাহরাইনে অবস্থানরত দলটির প্রবাসী নেতাকর্মী ও সমর্থকরা। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে রাজধানী মানামার একটি হোটেলের হলরুমে নানা আয়োজন করেন তারা। কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপদেষ্টা খ. ম. আশরাফ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী। এছাড়া সাংগঠনিক সম্পাদক নাছিরউদ্দিনসহ বাহরাইন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ ভোটারবিহীন ও অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল...