আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)বলেন,যারা দুষ্কৃতকারী তারা শুধু পূজা নয় সব সময় নাশকতার চেষ্টা চালায়। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পূজা উদযাপন প্রস্তুতি সভা শেষে স্বরাষ্ট্র রাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। এবার প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা হবে। তিনি জানান, দূর্গা পূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। তিনি...