ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলায় ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জথমের অভিযোগ উঠেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।আহতরা হলেন- বাকুলিয়া গ্রামের গোলাম নবী, তার ভাই ইসলাম হোসেন, আমিরুল ইসলাম, সিয়াম হোসেন ও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন। তাদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানায়, তাদের গ্রামের সোহেল ও সাগর চিহ্নিত মাদক কারবারি। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করছেন। রোববার রাতে আসলাম তাদেরকে গ্রামের মধ্যে মাদক বিক্রি করতে নিষেধ করেন। এরপর তারা আসলামের সাথে বাকবিতণ্ডায় জড়ায়।তিনি আরও বলেন, এক পর্যায়ে তারা আসলামকে মারধর করতে শুরু করে। পরিবারের লোকজন এগিয়ে গেলে তারা...