সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার পূজা আয়োজক কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে হবে। পূজা মন্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া দিনে তিনজন ও রাতে চারজন করে পুলিশ সদস্য মন্ডপের পাহারায় থাকবে। মন্ডপের নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই পদ্ধতিতে কোনো ঘটনা থাকলে সাথে সাথে জানানো যাবে। উপদেষ্টা বলেন, পূজা মন্ডপ ঘিরে যে মেলা হয়...