ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে জুলিয়াস সিজারের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির আবেদন করলে আদালত কার্যতালিকা থেকে বাদ দেন। গত ৩ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন মো. জুলিয়াস সিজার তালুকদার। একইসঙ্গে রিট আবেদনে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচনও স্থগিতের নির্দেশনা...