০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রশিবির এবং ছাত্রদল সমর্থিত প্যানেলর প্রার্থীরা পাল্টাপাল্টি সাইবার হামলার অভিযোগ করছেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয়পক্ষই তাদের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার অভিযোগ করে পোস্ট দেন। সকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে লেখেন, ‘কিছুসময়ের জন্য আমার ফেসবুক একাউন্টটি ডিজেবল করে দেয়া হয়েছিল। চারিদিকে ষড়যন্ত্রের জাল বিরাজমান। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রিয় বাংলাদেশ সজাগ থাকুন।’ একইভাবে প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অ্যাকাউন্টও ডিজেবল হয় বলে অভিযোগ করেন তারা। এ ব্যাপারে জিএস প্রার্থী তানভীর বারী হামীম বলেন, ‘বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয়...