দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা স্কুল বড়মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। এছাড়া রংপুর বিভাগের বিএনপির সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য...