০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে যাওয়ার পথে রবিবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির পানিরঘাট এলাকায় ভোলা নদীতে কীটনাশকসহ দুই জেলে বনরক্ষীদের হাতে আটক হয়েছে। জব্দ করা হয়েছে ৯ বোতল কীটনাশক ও জেলেদের নৌকাসহ জাল।আটক জেলেদের জেলা সদর বাগেরহাট কোর্টে চালান দেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীম-১ এর টীম লিডার ফরেষ্টার মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভোলা নদীতে টহল কালে ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির পানিরঘাট এলাকার নদীতে একটি জেলে নৌকা তল্লাশি করে সিল্ড করা দুই বোতল এবং বড় একটি প্লাস্টিকের বোতলে ভরা ৭ বোতল রিপকর্ড কীটনাশক জব্দ করেন। কীটনাশক বহনের দায়ে দুই জেলেকে আটক...