হাসিনার শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত ছিল বলে উল্লেখ করেছিলেন বদরুদ্দীন উমর। তিনি বলেছেন, তার সরকারের শাসন শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থরক্ষায় নিয়োজিত ছিল। জুলাই বিপ্লবে গণহত্যা চালানো ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য জানান। তদন্ত কর্মকর্তাকে দেওয়া বদরুদ্দীন উমরের জবানবন্দি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- আমি বদরুদ্দীন উমর। পিতা মরহুম আবুল হাশিম। আমার স্থায়ী ঠিকানাÑবাড়ি নম্বর ৬০, রোড নম্বর ২০, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা-১২১৬। ২০২৪ সালের গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণঅভ্যুত্থান কখনো দেখা যায়নি।...