চুলে রংয়ের কৌশল এখন আর শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং ব্যক্তিত্ব ও স্বাচ্ছন্দ্যেরও প্রতিফলন। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ‘হেয়ার কালার ট্রেন্ড’ এসেছে, গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবার আলোচনায় এসেছে এক পুরানো কৌশল ‘বেবিলাইটস’। সূক্ষ্ম ও প্রাকৃতিক এই হাইলাইটিং পদ্ধতি চুলে এনে দেয় উজ্জ্বলতা ও স্বাভাবিক দীপ্তি। এটা আসলে সূক্ষ্মভাবে তৈরি করা হাইলাইটস। এগুলো চুলে এতটাই সুন্দরভাবে মিশে যায় যে, আলাদা করে চোখে পড়ে না, বরং প্রাকৃতিক উজ্জ্বলতার অনুভূতি দেয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক সেলিব্রিটি কালারিস্ট মেরি কেট ও’কনর ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন— “বেবিলাইটস সাধারণ হাইলাইটসের তুলনায় অনেক সূক্ষ্ম ও পাতলা, যা চুলকে আরও স্বাভাবিক ও উজ্জ্বল দেখায়।” এ কারণে যে কোনো রংয়ের চুলেই বেবিলাইটস করা যায়। সোনালি, বাদামি বা কালো চুল— সবখানেই এ কৌশল মানিয়ে যায়। হাইলাইটস:ফয়েল ব্যবহার করে...