কক্সবাজারের টেকনাফে মলদ্বারে করে পাচারের সময় এক হাজার ৯৮২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আয়েস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হোয়াইক্যং বিজিবির চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দীন। তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং বিওপি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য থামায়। এ সময় যাত্রীবেশে থাকা জাহাঙ্গীর আয়েসকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার মলদ্বারের মধ্যে ইয়াবা লুকানো রয়েছে। পরবর্তীতে স্থানীয় প্যাথলজিতে এক্স-রে করানো হলে ইয়াবার প্যাকেটের...