ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার সুমন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখান।এর আগে, গত ২ সেপ্টেম্বর আলোচিত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আসাদুর রহমান। সেদিন এ বিষয়ে শুনানির জন্য সোমবারের দিন ধার্য করেছিলেন আদালত।এর অংশ হিসেবে আজ সকালে কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে আদালতে আনা হয়। একপর্যায়ে শুনানি শেষে আদালত এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী সালাউদ্দিন সুমন। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।...