০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম ইরান আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের মার্চের মধ্যে তিনটি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। স্যাটেলাইটগুলোর নাম হলো— কাওসার, জাফর ও পায়া। ইরানের মহাকাশ সংস্থা (আইএসএ)-এর প্রধান হোসেইন সালারিয়েহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে দেশটির মহাকাশ প্রযুক্তি আরও উন্নত হবে এবং গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। গত সপ্তাহে ইরানে একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘিরে দেশজুড়ে বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দেয়। মহাকাশ গবেষণা সংস্থা (আইএসএ)-এর অবজারভেটরিতে সরাসরি এই ঘটনার পর্যবেক্ষণ করা হয়। ঠিক এই সময়েই আইএসএ প্রধান সালারিয়েহ ঘোষণা দেন, ২০২৬ সালের মার্চের মধ্যে তিনটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এর মূল লক্ষ্য হলো— স্যাটেলাইট প্রযুক্তিতে ইরানের সক্ষমতা বাড়ানো এবং...