০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম স্বপ্নের মেট্রোরেল এখন এক দুঃস্বপ্নের নাম। উত্তরা থেকে ব্যাংক পাড়া মতিঝিলে ৩৩ মিনিটের যাত্রা এখন অনেকটা বিষাদের। স্টেশনের টিকেট কাউন্টার কিংবা এমআরটি পাসে টাকা রিচার্জের বুথ, সবখানেই দীর্ঘ লাইন। প্লাটফর্মে প্রবেশের পূর্বে কার্ড পাঞ্চের স্থানেও লোকে লোকারণ্য। শেষ পর্যন্ত প্লাটফর্মে গিয়ে সেখানেও যাত্রীদের দীর্ঘ লাইন। এরপর ট্রেন আসলো ট্রেন থেকে লোক নামতে নামতে মাইকে ঘোষণা “দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান।” বেচ! হয়ে গেলো ট্রেনে ওঠা! এটাই এখন মেট্রোর নিত্য দিনের চিত্র পিক আওয়ারে অর্থাৎ সকালে অফিস শুরু আগে আর সন্ধ্যায় অফিস ছুটির পরের চিত্র। কথা ছিলো মেট্রো চলবে ৮টি বগি নিয়ে কিন্তু,শুরু হয় ৬টি বগি নিয়েই প্রতিটি মেট্রো ট্রেন সেটের ছুটে চলা। সময়ের সাথে পাল্লা দিয়ে...