০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পিএম গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলাবাসীর দীর্ঘদিনের জনদূর্ভোগের অন্যতম কারন যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের পরেও আইন অমান্যকারীদের জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসন কমিটির প্রচার প্রচারণার পরেও উপজেলা শহরের ব্যস্ততরও চার মাথা মোড়ে মূল সড়কে অবৈধভাবে ব্যাটারি চালিত অটো রিক্সা পার্কিং করে যানজট তৈরি করায় জরিমানা করে উপজেলা প্রশাসনের আভিযানিক দল। রাস্তায় অবৈধভাবে ব্যাটারি চালিত অটো রিক্সা পার্কিং করে যাত্রীর জন্য অপেক্ষা,যাত্রী নামানোর কারনে যানজটের সৃষ্টি ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি করার অপরাধে সড়ক পরিবহন আইনে ৪ অটো রিক্সা চালককে ৫ হাজার করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা প্রশাসন...