০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম ব্যাপক বিতর্ক-সমালোচনা, সেন্সর-জট এবং ক্ষমতাসীন বিজেপির সহায়তায় এত প্রচারের পরও দর্শকের মনে দাগ কাটতে পারেনি মুসলিম-বিদ্বেষী সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’। উগ্র হিন্দুত্ববাদী বলিউড চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর প্রোপাগাণ্ডা চলচ্চিত্রটি মুক্তির পরই মুখ থুবড়ে পড়েছে। প্রথম দিনেই এটি বক্স অফিসে ভরাডুবির মুখে পড়ে। এরপর গেল তিন দিনেও সাড়া ফেলতে পারেনি মুসলিমদের খলনায়ক উপস্থাপন করে তৈরি করা চলচ্চিত্রটি। বক্স অফিস অনুযায়ী, ছবিটি প্রথম দিনে মাত্র ১.৭৫ কোটি আয় করেছে। বিবেক অগ্নিহোত্রীর আগের বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির দিনে আয় করেছিল ৩.৫৫ কোটি। এটি একইসাথে মুক্তি পাওয়া অন্য ছবির ধারেকাছেও ভিড়তে পারেনি। সমালোচকরা বলছেন, বিবেক অগ্নিহেত্রী বরাবর মুসলিম বিদ্বেষমূলক সিনেমা তৈরি করেন। ছবির বিষয়বস্তু রাজনৈতিকভাবে একপেশে এবং ইতিহাসকে নগ্নভাবে বিকৃতি...