০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘদিন ধরে চলা অবরোধ ও সামরিক হামলার কারণে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, এই দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষসৃষ্ট এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা দ্রুত সমাধান করা সম্ভব। সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানায়। ইউএনআরডব্লিউএ তাদের বার্তায় জানায়, গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে মূলত দুটি বিষয় প্রয়োজন— রাজনৈতিক সদিচ্ছা এবং ইসরায়েল কর্তৃক জাতিসংঘের সাহায্যসামগ্রীতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। সংস্থাটি স্পষ্ট জানায়, “গাজায় মানুষসৃষ্ট দুর্ভিক্ষ বন্ধ করতে শুধু রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট।” এর আগে গত ২২ আগস্ট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC) সতর্ক করেছিল যে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে এবং অবরোধ চলতে থাকলে তা আরও ছড়িয়ে পড়বে। গাজার...