০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম খুলনার দাকোপ উপজেলার সুতারখালী পূর্ব শত্রুতার জেরে এবং গরুতে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে রেখা রানী মন্ডল (৪২) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সুতারখালী ইউনিয়নের গুনারী ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারী হালদার জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে রেখার গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল। এমন সময় রেখা তার গরুর বাছুর সরিয়ে নেয়। একই সময়ে মিলন গোলদার সেখানে এসে রেখার সাথে কথা ঝগড়া বিবাদ শুরু করে। এক পর্যায়ে মিলন গোলদার রেখাকে এলোপাথাড়ি ঘুষি, কিল, মারতে থাকে। রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে ছুটে এসে দেখে মিলন গোলদারের আঘাতে তার স্ত্রীর...