নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ইউএস ওপেন পুরুষদের ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি ঘিরে ব্যাপক নিরাপত্তা জটিলতা দেখা দেয়। বার্তাসংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, অতিরিক্ত তল্লাশি ও ধীর গতির প্রবেশ প্রক্রিয়ার কারণে ম্যাচ শুরু হতে প্রায় আধা ঘণ্টা দেরি হয়।ফলে হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইনে আটকে যান। ২৪ হাজার আসনসংখ্যার বিশ্বের বৃহত্তম টেনিস ভেন্যুতে দুপুর ২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও শুরু হয় প্রায় ২টা ৩০ মিনিটে। ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) আগেই দর্শকদের আগে আসতে ও গণপরিবহন ব্যবহার করতে অনুরোধ করেছিল। কিন্তু তা সত্ত্বেও প্রবেশে সমস্যা হয়। অনেক দর্শক এক ঘণ্টারও বেশি লাইনে দাঁড়িয়ে ছিলেন। নিউইয়র্কের কেভিন নামের এক দর্শক বলেন, ‘এক ঘণ্টা ১৫ মিনিট দাঁড়িয়েও ঢুকতে পারিনি। এটা পুরোপুরি ট্রাম্পের কারণে। খুবই স্বার্থপর আচরণ। ’ অন্যদিকে, নিউইয়র্কের মেরিবেথ লোডেস...