পতিত ফ্যাসিস্টরা আগামী নির্বাচন বানচালের একটি প্রক্রিয়া শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কা্উন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে, এই শঙ্কা দূর করার দায়িত্ব এই সরকারের। যে সকল প্রেতাত্মা সচিবালয়ে, কলকাতায় এবং দেশে বসে গুপ্তচরবৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে এই প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছে… আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া তারা শুরু করছে। “এদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাহলে মানুষ আর শঙ্কা করবে না।” জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে বিকশিত ফাউন্ডেশন, বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা হয়। সেখানে ফারুক বলেন, “জুলাই বিপ্লবে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতা নগরীতে...