প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিক বদরুদ্দীন উমরের মরদেহ আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানান সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পালা। শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বদরুদ্দীন উমর সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। তার রেখে যাওয়া পদচিহ্ন থেকে অনেক কিছু শেখা যাবে। অনেকের ধারণা ছিল, মার্কসবাদী ও বিপ্লবী ধারা শেষ হয়ে গেছে, কিন্তু তা সত্য নয়। তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে, বিশেষ করে গত ৫ আগস্ট, এ ধারার পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে। ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের রাজনৈতিক শক্তির ভেতরেই...