বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচকে সামনে রেখে স্পষ্ট জানিয়েছেন, তাদের একমাত্র লক্ষ্য জয়। প্রথম ম্যাচ ড্র হলেও তার বিশ্বাস, দল সঠিক পথে এগোচ্ছে। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘প্রথম ম্যাচটি ছিল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, একেবারেই আমাদের প্রত্যাশামতো। এবারও আমরা লড়াই করব। অবশ্যই জয়ের জন্যই নামব এবং সর্বোচ্চ চেষ্টা করব তিন পয়েন্ট নিয়ে ফিরতে। ’ প্রথম ম্যাচের মাঠের পরিস্থিতি ছিল কঠিন। তবে সেটিকে অজুহাত মানতে নারাজ বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আমরা জানতাম ঘাস লম্বা থাকবে, পানি দেওয়ার ব্যবস্থা নেই। ফলে খেলা ধীর হয়ে যায় এবং লড়াইটা শারীরিক হয়ে ওঠে। তবে এসব কোনো অজুহাত নয়। নেপালও একই অবস্থায় খেলেছে। ’ বাংলাদেশ দলের অগ্রগতি নিয়ে কাবরেরা গর্ব প্রকাশ করেন। তার ভাষায়, ‘প্রায় চার বছরের প্রক্রিয়ায় দল অনেক এগিয়েছে। আক্রমণ...